Our Recent Works

সাংবিধানিক অধিকার রক্ষায় গণ অবস্থান কর্মসূচি

Recent Work Banner

তারিখ: ২৫ নভেম্বর ২০২৫

স্থান: আগরতলা, ত্রিপুরা

ত্রিপুরা রাজ্যে ভূমিপুত্র বাঙালীদের সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবীকে কেন্দ্র করে ২৫/১১/২৫ ইং উত্তর ত্রিপুরা জেলায় চার ঘন্টার গণ অবস্থানের কর্মসূচী পালন করাতে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পরে এবং বাঙালী সমাজের মানুষ ত্রিপুরার ভূমিপুত্র হিসেবে পুনরায় আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।